পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে সীমান্তে চোরা চালান বন্ধে বিজিবি জরুরী আলোচনা করেছে। গত সোমবার সকাল সোয়া ১১ টায় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাবান্ধা বিওপি’র কোম্পানি কমান্ডার, আইসিপি কমান্ডার, গোয়ালগছ বিওপি কমান্ডার, ইউপি সদস্যগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জরুরী সভায় উপস্থিত বিজিবি ও জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আগামী ১০ নভেম্বর/২৩ শুক্রবার সকালে বাংলাবান্ধা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে বৃহৎ পরিসরে জনসচেতনতামূলক সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, অতিসম্প্রতি বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসিমগঞ্জ এব গোয়ালগছ বিওপি’র অধীন ইসলামপুর সীমান্তে পরপর দু’জন যুবক সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হওয়ায় সীমান্তে চোরা চালান বন্ধে বিজিবি জনসচেতনামূলক সভার আয়োজন করার সিদ্ধান্ত নেন।