গাজীপুরের কাপাসিয়ায় সোমবার দুপুরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে কৃষকলীগের সাবেক নেতৃবৃন্দ। উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সনমানিয়ায় প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পথিমধ্যে ওই মিছিল উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহিনী বাজারে গিয়ে একটি পথসভা করেন।
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবদুর রশিদ সরকার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আইনউদ্দিন। বক্তারা বিরোধী দলের হরতাল ও জ্বালাও পোড়াও সহ যাবতীয় সহিংসতা রুখতে নেতাকর্মীদের আহবান জানান। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকাকে বিজয়ী করার আহবান জানান।