পঞ্চগড়ে বিরোধীদলগুলোর ডাকা ৪৮ ঘন্টার হরতাল অবরোধে জনসাধারণের জানমালের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পর্যবেক্ষনে পুলিশের সংগে যৌথ বাহিনী হিসেবে নিয়োজিত ছিল বিজিবি।
পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানান, অত্র ব্যাটালয়িনরে অধনিায়ক বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘন্টার ডাকা চলমান র্কমসূচি র্পযবক্ষেনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসকরে র্কাযালযে পূর্বাহ্নে গমন করনে। পরর্বতীতে জেলা প্রশাসক এবং পঞ্চগড় পুলশি সুপার এর সমন্বয়ে একটি বহরে পঞ্চগড়ের বিভিন্ন স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যবেক্ষন করনে। এ সময় বিজিবি প্লাটুন ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে ডিসি অফসি, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, -ট্রাক টার্মিনাল, পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে দায়ত্বি পালন করেন। ফলে হরতাল অবরোধ চলাকালে দূর পাল্লার গাড়ী ব্যতীত ছোট ছোট যানবাহন ও জরুরী সেবা প্রদানকারী গাড়ীঘড়া নিবিঘ্নে চলাচল করেছে। পঞ্চগড়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল কোথাও কোন জ্বালাও পোড়াও ঘটনা ঘটেনি।
সোমবার পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পরিচালক, অধিনায়ক লে. কর্নেল মোঃ যুবায়েদ হাসান, পিএসসি, মুঠোফোনে এ প্রতিবেদকে জানান রাজনৈতিক অবরোধ কর্মসূচি চলার সময় এখানে জনসাধারণ স্বাভাবিক ও নিবিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারে এজন্য মাঠ পর্যায়ে পুলিশ ও জেলা প্রশাসনের সংগে সমন্বয় করে যৌথ বাহিনী হিসেবে বিজিবি সদস্যরা টল করছে।