কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বিএনপি জামাতের অবৈধ অবরোধ হরতালসহ সকল অপরাজনীতি প্রতিহত করতে সোমবার সকাল ১১ টার দিকে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য করিমগঞ্জ তাড়াইলে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিনের নেতৃত্বে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে করিমগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল করে।
এসময় তারা বিএনপি জামাতের অবরোধ ও হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুল হক খান পল্টুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উদ্দিন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিএনপি-জামাত প্রতিক্রিয়াশীল চক্র হরতাল অবরোধ ডেকে জনশান্তি বিনষ্ট করছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপণ্ডকমিটির সদস্য আলহাজ্ব এরশাদ উদ্দিন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের দ্বারপ্রান্তে। এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের নেতারা দিশাহারা হয়ে গেছে। সেজন্যই তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশ আরও বক্তব্য রাখেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান রনি প্রমুখ।
প্রসঙ্গত, শিল্পপতি আলহাজ্ব মো. এরশাদ উদ্দিন দীর্ঘ বছর যাবত নিজের নামে একটি মানবকল্যাণ ফাউন্ডেশন করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন। আগাম বন্যায় কৃষকের ফসলহানি,করোনাকালেরসহ যেকোন দুর্যোগ ও মানবিক সংকটে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে পরম বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপণ্ডকমিটির সদস্য মনোনীত হওয়ার পর তিনি করিমগঞ্জ-তাড়াইলবাসীর কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।