নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবরোধ ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ তুলশীরাম সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। ৫ নভেম্বর রাতে ওই বিক্ষোভ মিছিলে নের্তৃত্ব দেন সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী সভায় সভাপতিত্ব করেন। এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মহা রাস্ট্র নায়ক। তাঁর নের্তৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অথচ কতিপয় হায়নার দল সেই মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। সেদিন ছোট শিশু শেখ রাসেল কি দোষ করেছিল। নিঃস্পাপ ওই ছোট শিশু রাসেলকেও তারা হত্যা করে। আজ ওই নরঘাতকের দল মাথা চারা দিয়ে উঠেছে। এদের শক্ত হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে যখন সারা বিশ্বে হাহাকার চলছে। অর্থনৈতিক সংকটে ভুগছে বিভিন্ন দেশ তখন দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। একের পর এক উন্নয়ন সাধিত হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরে। আজ আর কোন মানুষ না খেয়ে থাকে না। অভাব দূর হয়ে গেছে বাংলাদেশ থেকে। আর এটি সম্ভব হয়েছে দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। দেশের অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন দেখে বিএনপি ও জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা দেশে অযথা হরতাল, অবরোধের নামে মানুষ হত্যা করছে। সাধারণ জনগনের গাড়ী আগুনে পুড়ছে। ওই সকল লোকের অভিশাপে একদিন বিএনপি ও জামায়াত ধ্বংশ হয়ে যাবে। সেদিন আর বেশী দুরে নয়। সভায় আরো বক্তব্য বলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগমসহ অনেকে।