গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কাঠ, ফল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাঁচ্ছি সবই গাছের অবদান। গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ। সবুজ বৃক্ষের সমারোহ মানুষের দৃষ্টিশক্তিকে আরও প্রখর করে। কিন্তু দেখা যাচ্ছে জনসংখ্যার অধিক চাপে ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। হরদম কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ নিয়ম-নীতি। তাই পরিবেশ আজ গভীর সংকটের মুখে। এই মহা সংকট থেকে পরিবেশকে বাঁচাতে পারে গাছপালা। এটা কারোই অজানা নয়। কিন্তু তার পরেও বৃক্ষরোপণের তুলনায় বৃক্ষনিধনই চারপাশে বেশি দেখা যাচ্ছে। এভাবে ব্যাপকহারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, খাদ্য সমস্যাও একসময় প্রকট আকার ধারণ করবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগের দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত, তার তিন ভাগের একভাগও এখন দেখা যায় না। একটি দেশের বনভূমির পরিমাণ ২৫ শতাংশ থাকতে হয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ। যা একটি দেশের জন্য আশঙ্কাজনক। এক গবেষণায় দেখা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিঃশ্বাসের মাধ্যমে গড়ে প্রতি মিনিটে সাত থেকে আট লিটার বাতাস নেন। এর মধ্যে থেকে ফুসফুস কেবল পাঁচ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নেয় হৃৎপিণ্ডে। একজন মানুষের প্রতিদিন ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন হয়। এই অক্সিজেনের উৎস প্রকৃতিতে থাকা পরিবেশবান্ধব গাছ। কিন্তু এই গাছের অভাবে দিনেদিনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এতে করে মানুষ ফুসফুসের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তাছাড়া ইদানীং দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ রকমের বেড়ে গেছে। এর প্রধান কারণ গাছ নিধন। বজ্রপাত সবসময় উঁচু বস্তুতে আঘাত করে। এখন বড় বড় গাছ না থাকার জন্য বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা প্রতি বছর বেড়েই চলছে। সেই সাথে জলবায়ু পরিবর্তন বিকট আকার ধারণ করছে। দেশের আবহাওয়া পরিবর্তন হচ্ছে। কয়েক বছর আগেও যেখানে গরমের সময় মে, জুন, জুলাই, আগস্টে দেশের তাপমাত্রা রেকর্ড হতো ৩০ থেকে ৩৮ এর মধ্যে। এখন সেই তাপমাত্রা ৪০ ঊর্ধ্বে। পাশাপাশি গাছপালা ও ফসলি জমি ধ্বংসের কারণে পাখপাখালিও আগের মতো আর তেমন দেখা যায় না। গাছপালা কাঁটার ফলে পাখিদের আশ্রয়স্থলও কমে যাচ্ছে। অতিথি পাখির আগমনও সমীচীন হয়ে পড়েছে। প্রতিনিয়তই এভাবে গাছপালা কেটে উজাড় করতে থাকলে পাখিদের বংশ বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাই ভবিষ্যতের কথা ভেবে এখনি সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তাই একটি গাছ কাটলে দশটি গাছ রোপণ করতে হবে। অপ্রয়োজনে কোনো ভাবেই গাছ কাটা যাবেনা। প্রয়োজনে যে ব্যক্তি অপ্রয়োজনে গাছ কাটবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পরিবেশ বাঁচাতে সবার ঐক্যবদ্ধ হতে হবে। আরও বেশি বেশি গাছ রোপণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী গড়তে উদ্যোগী হতে হবে। পরিশেষে বলা যায়, গাছ লাগান পরিবেশ বাঁচান। বনায়ন করুন, সুস্থ থাকুন।