গাজীপুরের কাপাসিয়ার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ বজলুর রশিদ এর জানাজার নামাজ শনিবার সকাল ১১ টায় স্থানীয় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মুসল্লি সুপরিচিত বজলুর রশীদের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পড়াকালীন সময়ে কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি শরীফুল আলম শামীমের মূল্যবান এনড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।
তাছাড়া কাপাসিয়া শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রবীণ শিক্ষক নেতা সাহাবুদ্দিন মাষ্টার, ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুহাম্মদ তৈমুরুজ্জামান ননি, একডালা গ্রামের নুর মুহাম্মদ বাবু সহ জানাজায় অংশ নেওয়া অন্তত ৭ জনের দামী মোবাইল ফোন সুকৌশলে হাতিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এর মধ্যে নূর মুহাম্মদ বাবু সহ বেশ কয়েকজনের মোবাইল ফোন সেটটি কবরে মাটি দেয়ার সময় চুরি করে নিয়ে যায়।
শনিবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাজার হাজার মুসল্লিদের জমায়েতে মোবাইল ফোন চুরির এ জঘন্যতম ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবীণ শিক্ষাবিদ ও সমাজকর্মী বজলুর রশিদ ইন্তেকাল করেন। তার জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।