যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জিয়াউর রহমান ফকির জিয়া (৪০) হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে নয়টার সময় সন্ত্রাসিরা তার উপর ককটেল নিক্ষেপ করে হত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামের উত্তর পাড়া জামে মসজিদের সামনে জাবের আলি বিশ্বাসের চায়ের দোকানে। এ সময় জিয়াউর রহমান চায়ের দোকানে চা পান করার উদ্দেশ্যে এসেছিল বলে জানা গেছে। নিহত জিয়াউর রহমান রানাগাতি গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সন্ত্রাসি জিয়াউর রহমান জাবের আলি বিশ্বাসের চায়ের দোকানে চা পান করছিল। এ সময় কতিপয় সন্ত্রাসি দূর্বৃত্তরা ঐ চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের উপর ককটেল নিক্ষেপ করে। ককটেলটি তার পেটে লেগে বিস্ফোরন হওয়ায় ক্ষত-বিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যায়। পরে সন্ত্রাসিরা ৪/৫টি ককটেল বিস্ফোরন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরনের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চায়ের দোকান থেকে যে যার মতো ছুটে বেরিয়ে যায়। খবর পেয়েই অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। নিহত জিয়াউর রহমানের মৃত দেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে হত্যাকারিদের আটকের অভিযান শুরু করেছে। হত্যাকারিদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান নিহত জিয়াউর রহমান চরমপন্থি দলের সদস্য ছিল। তার নামে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।