নওগাঁর রাণীনগরে পবিত্র আল-কুরআন ও সন্নাহর আলোকে খতিব ও ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার কাশিমপুর চারাপাড়া জামে মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর মউ-শিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব এ.কে.এম মহসিন আলী খান এরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,আলহাজ্ আবদুস ছামাদ শেখ,বিশেষ আলোচক ছিলেন চকাদিন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আবদুর রউফ,রাণীনগর উপজেলা ইমাম-মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন,রাতোয়াল মাদ্রসার মহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম মর্তুজা,রাণীনগর উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফ্ফর হোসেন,উপজেলা ইমাম-মুয়াজ্জিম সমিতির সাধারণ সম্পাদক মো: জরিফ উদ্দীন এবং হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম সিদ্দীকি ও মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।