পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে রেখে রাজশাহীর তানোরে থানা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় তানোর থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুর রহিম।
উক্ত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান পিপিএম।
তানোর থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসাইনের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তানোর উপজেলা আ' লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর পৌর সভার প্যানেল মেয়র ও রাজশাহী জেলা কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক আরব আলী।
তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুনন্নবী চৌধুরী (বাবু), চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু ও ওয়ার্ড কাউন্সিলর এনতাজ আলী প্রমুখ।
এসময় তানোর থানার সকল পুলিশ অফিসারসহ পুলিশ সদস্য সদস্যা এবং বিভিন্ন শ্রেনী পেশার সাধারন জনতা ও সুধীজন উপস্থিত ছিলেন।