‘‘ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস/২৩ উদযাপিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ যৌথভাবে নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চৌরাস্তা বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)। এ্যাড. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা সমবায় কর্মকর্তা, মোঃ মামুন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী জুয়েল প্রমুখ। এরআগে এ জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব অক্ষুন্ন রাখতে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সংবিধানের আলোকে কাজ করার জন্য বিশেষ মুনাজাত করা হয়।