শীতকালিন সবজি বাজারে তুলতে চারা বাজারে ভীড় করছেন ক্রেতা সাধারন। বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে বুধবার (১ নভেম্বর), সাপ্তাহিক হাটের দিন এই দৃশ্যটি ছিলো চোখে পড়ার মত। চারা ক্রেতা ও বিক্রেতারা জানান, শীতকালিন আগাম সবজি বাজারে তুলতে তারা প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন। অনেকে জানিয়েছেন এবছর চারার বাজার চড়া। তবে চারা বিক্রেতার মধ্যে অনেকে জানিয়েছেন, চারা তৈরিতে সার-কীটনাশক সহ যে খরচ বেড়েছে সে অনুযায়ী দাম কিছুটা বাড়তি হলেও অনেকটা বেশী নয়। উপজেলার চর লাটিমা গ্রামের চারা ব্যবসায়ী সুশান্ত মন্ডল সহ অনেকে জানান, তারা বিভিন্ন প্রকার শীতকালিন সবজির চারা হাটে তুলছেন। এবছর বাজার দাম যেমন ভালো অপর দিকে খরিদ্দারের উপচে পড়া ভীড়। সবজি চাষী হায়েত আলী হাওলাদার জানান, তিনি ঘের পাড়ে তিন বিঘা জমিতে তাল বেগুন চারা লাগাবেন। তাই আগে ভাবে হাটে আসছেন।