নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহের বিভিন্ন সুবিধা ভোগীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টেবর বাঙালিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন বাঙালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাঙালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙালিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরুজ মন্ডল সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দর। প্রধান অতিথি মোঃ মোখছেদুল মোমিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জনগণের কথা ভেবে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। সেখানে কখনো বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাতির লোকজনকে পৃথক করে দেখেননি বা আওয়ামী লীগের লোকজনও সেটা কখনোই করেনি। সকল জনগণের কথা ভেবেই তিনি সুবিধা দিয়ে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীকে আবারো সরকার গঠনে সুযোগ করে দিবেন, যাতে পরবর্তীতে আরো অন্যান্য সুবিধার বিস্তার ঘটাতে পারে। সমাবেশের মাঝে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন বক্তব্য শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য নৌকা মার্কায় আবারও ভোট চেয়ে সরকার গঠনে সহযোগিতা চান।