নীলফামারীর সৈয়দপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রর শুভ উদ্বোধন করা হয়েছে। এটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শপখ হাসিনা। ৩০ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। সৈয়দপুর উপজেলা চত্বরে দৃষ্টিনন্দন ওই মসজিদ নির্মাণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ নির্মাণের দায়িত্ব পালন করা হয়। সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসে নির্মিত ওই মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাখাওয়াত হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান জানান, ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হয়ে ওই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এর পুর্বে তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে ৫১৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, ইমাম, সমাজসেবক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।