প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় শুভ আগমন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলা আওয়ামী মটর শ্রমিক লীগের আয়োজনে রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাগমারা স্কুল চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা মটর শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউছুফ আলী'র সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো. হায়দার আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি মো. সবুর শিকদার। প্রধান বক্তা ছিলেন, জেলা মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক কাজল, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম এ তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর মটর শ্রমিক লীগের সভাপতি আসলাম শেখ, জেলা মটর শ্রমিক লীগের সহ-সভাপতি সালাউদ্দিন শালু, মো. আমিরুল ইসলাম বাবু, শেখ মুক্তার উদ্দিন, জেলা মটর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা তমিনা বেগম, দপ্তর সম্পাদক মো. সাঈদ, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন অন্তু, শ্রমিক নেতা মো. মাসুদ শেখ, কামরুল শেখ প্রমুখ। পরে অনুষ্ঠান শেষে রূপসা উপজেলা আওয়ামী মটর শ্রমিক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
খুলনা জেলা মোটর শ্রমিক লীগের সভাপতি মো. সবুর শিকদার ও সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না'র স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে মো. ইউসুফ আলী শেখকে উপজেলা মটর শ্রমিক লীগের আহ্বায়ক ও মির টুটুলকে সদস্য সচিব করা হয়। কমিটির বাকি নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাসুদ শেখ, সদস্য মো. আমির আলী খান, মো. গোলাম ফারুক, মো. সুমন, শেখ আবুল কালাম আজাদ, আমির আলী মীর, মোল্লা হাবিবুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. নুরুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল শেখ নয়ন, মো. খোকন শেখ, বিল্লাল শেখ, মো. পলাশ, মো. গাউছুর রহমান, মো. শহিদুল হাওলাদার, কামরুল শেখ, রফিকুল ইসলাম, ও মো. শরিফ খান। স্বাক্ষরিত প্যাডে বলা হয়েছে, আওয়ামী মটর শ্রমিক লীগ খুলনা জেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে স্বাধীনতার পক্ষে শক্তিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিঃশর্তে উপর্যুক্ত আহ্বায়ক কমিটি তিন মাস অর্থাৎ ৯০ দিনের মেয়াদে অনুমোদন প্রদান করা হয়। পরবর্তীতে সকলের পরামর্শ অনুযায়ী এবং মতামতের ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি প্রদান করা হবে।