 
		
	খুলনার পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এ- কলেজের উদ্যোগে এবং র্ডপ এর সার্বিক সহযোগিতায় ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয় এক বর্ণাঢ্য র্যালি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুলে হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ও বাজেট মনিটরিং ক্লাবের সদস্য মহানন্দ অধিকারী মিন্টু। শিক্ষক এসএম আবুল হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক কার্ত্তিক চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র দাশ, প্রিয়াংকা মজুমদার, বিদ্যুৎ কুমার মন্ডল, ঝুমুর কুন্ডু, উজ্জ্বল বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠকর্মী জাহানার বেগম লাখী, র্ডপ এর ফিল্ড ফ্যাসিলিটেটর হাসি আক্তার ও স্বাস্থ্য গ্রাম দলের সদস্য পলি বেগম প্রমুখ।