সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অধিনস্থ বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় সুন্দরবনের সম্পদ রক্ষায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে করে মহাবিপাকে পড়েছে চোরাকারবারিরা। তারা অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য আদান প্রদান করে তাদেরকে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ থেকে পরিত্রান পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছে বন বিভাগ। জানা গেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম যোগদান করার পর থেকে স্টেশনের অধিনস্থ এলাকায় সুন্দরবনের সকল সম্পদ রক্ষায় দিন রাত টহল কার্যক্রম চলমান রাখা হয়েছে। ইতোমধ্যে অবৈধ নৌকা আটক,হরিণ শিকারীদের গ্রেপ্তার পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন,অবৈধ জাল উদ্ধার সহ নানাবিধ প্রশংসনীয় কাজ করতে সক্ষম হয়েছে তিনি। আর এ ধরনের কাজ করায় তিনি এখন লুন্ঠনকারীদের নিকট মুর্তিমান আতঙ্ক হয়ে দাড়িয়েছে। যার ফলে সুন্দরবনের অবৈধ সম্পদ আহরনকারীরা পড়েছে মহাবিপাকে। তারা তাদের সুবিধা আদায় করতে না পেরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে তাদেরকে হয়রানী করছে। বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের লোকজন নিরলশভাবে কাজ করে যাচ্ছে। টহল কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরার অপরাধে জাল নৌকা আটকের পাশাপাশি জেলে আটক করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। হরিণ শিকার প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যে কারণে চুপশে গেছে বনঅপরাধকারীরা। বৃহত্তর এই সুন্দরবনের সম্পদ রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছে.। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, সাতক্ষীরা রেঞ্জের অধিনস্থ এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিগত দিনের তুলনায় অনেক অংশ বন অপরাধ কমে গেছে বলে তিনি জানান।