খুলনার পাইকগাছায় কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় কল্যাণ সমিতি লি: এর সদস্যরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন। তিনি বলেন, গত ২৩ অক্টোবর কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মিলানায়তনে সরদার ফারুক আহমেদের নের্তৃত্বে কিছু বহিরাগত মুক্তিযোদ্ধা এবং স্থানীয় মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সঙ্গে নিয়ে সংবাদ সংম্মেলন করেছেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষরা তাদের সমিতির নামীয় সম্পত্তি নিয়ে যে বিষয় উত্থাপন করেছেন তা সঠিক নয়। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাদের ক্রয়কৃত সম্পত্তিতে তাদের কার্যালয় অবস্থিত যা একটি নিবন্ধিত সমিতি। নাছিরপুর মৌজায় ৫ শতক জমি ২০০১ সালে ২৫৫৩ নং দলিলে সমিতির নামে রেজি: কবলায় খরিদ করা হয়। যার নামে খাজনা, দাখিলা ও নামপত্তন রয়েছে। ওই সম্পত্তি যমুনা বিহারী সাধুর নাম এসএ রেকর্ড (খতিয়ান ৬৪, দাগ ৪৩৫) থাকার কারণে অর্পিত সম্পত্তি তালিকায় সরকার অন্তর্ভুক্ত করে। প্রতিপক্ষরা এ জমি জবর দখলের জন্য নানা ভাবে পায়তারা করছে। সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের সরবরাহকৃত কাগজ পত্রে দেখা যায় ৫৮৭নং সৃষ্ট খতিয়ানে জমির পরিমাণ ২৪.৪৬ শতক। মালিক-সভাপতি কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লি: পক্ষে সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জামাল হোসেন, নাছিরপুর কপিলমুনি বাজার জামে মসজিদ পক্ষে মতোয়াল্লি, কাজী বাহারুল ইসলাম, আলহাজ্ব কাজী মাহমুদ হোসেন, সাহিদা বেগম, শেখ শাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, সৈয়দ সালামউল্ল্যাহ, খান মকবুল হোসেন, শেখ হায়দার আলীসহ অন্যান্য সদস্য ও মুক্তিযোদ্ধাদের সন্তান-পরিবার। তাৎক্ষণিক কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পক্ষে সাধারণ সম্পাদ শেখ আসাদুজ্জান এক লিখিত বিবৃতিতে জানান, ১নং হরিঢালী ও ২নং কপিলমুনি ইউনিয়নের ৯৫ভাগ মুক্তিযোদ্ধারা দাবি করেন, আজ সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যা বানোয়াট। জাল জালিয়াতি কাগজপত্র বলেও দাবী করেন। বহুমুখি সমিতির সংবাদ সম্মেলন বক্তব্য বিষয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন।