শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার সকাল ১১ টায় শান্তি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ বিশাল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে মুজিব শতবর্ষ মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খলিলুর রহমান, ১নং গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান আবুল, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা,সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ সরকার,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল সহ আরো অনেকেই। উল্লেখ্য এ সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: মরতুজ আলী এক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।