ঢাক-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে যাত্রীদের তল্লাশি করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড, বাউশিয়া পাখির এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, বাউশিয়া পাখির আসা মাত্রই পুলিশ বাস থামিয়ে বাসে উঠে আমাকে এবং অন্যান্য যাত্রীদেরও ব্যাগ তল্লাশি করেছেন। চেক করা শেষে বাস ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা সোহেব আলী জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিকাল থেকে গজারিয়ার অংশে এই কার্যক্রম পরিচালনা করছি। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং কোনো যানবাহনে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক বহন করা হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।