মুন্সিগঞ্জের গজারিয়ায় ৪৭০ পিচ ইয়াবা ও পিস্তল সহ এক জনকে আটক করেছে র্যাব ১১। বৃহস্পতিবার দুপর ২টা ৩০ মিনিটে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী এলাকার নয়াকান্দ স্কুল রাস্থা থেকে র্যাব ১১ অভিযানে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী। আটককৃত তানজিম কবির সজিব(সজু) (৩৫) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার উত্তর কদমতলী এলাকার মৃত্যু আলহাজ¦ হুমায়ুন কবিরের ছেলে। র্যাব ১১ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী এলাকা থেকে ৪৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল সহ তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল ইয়াবা ও পিস্তল আসামি গজারিয়া থানায় সোপর্দ করেছে এ বিষয়ে গজারিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে আসামিকে মুন্সিগঞ্জ জেলহাতে পাঠানো হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানার এস আই সুজিত কুমার দাস বলেন রাতে র্যাব ১১ ইয়াবা একটি পিস্তল সহ আসামি গজারিয়া থানায় দিয়েছে আমরা মামলা রুজু করে আসামিকে মুন্সিগঞ্জ জেলার হাজতে পাঠিয়ে দিয়েছি।