ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। শুক্রবার ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্রা, সূর্যমূখী, পেয়াঁজ, মসুর, চিনাবাদাম, ফসলের আবাদ ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তার আল সঞ্চালনায় এ সময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া হাকিম রাজা ও ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। এ সময় জনপ্রতিনিধি, উপণ্ডসহকারী কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী কৃষক/কৃষানীগণ উপস্থিত ছিলেন। বীজ বিতরণ অনুষ্ঠানে ১৩টি ইউনিযনের ৬৪৯০জন কৃষকের প্রত্যেককে বীজসহ ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল-মামুন জানান, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলায় সরিষা ৬ হাজার জন, গম ১৩০ জন, ভুট্রা ১০০ জন, সূর্যমূখী ১৬০ জন, পেয়াঁজ ৩০ জন, মসুর ৫০ জন ও চিনাবাদাম ২০জনসহ মোট ৬‘শ৪৯০ জন কৃষককে বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ।