ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের নেতৃত্বে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ডাক্তারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
সাজুর পরিবারের অভিযোগ, ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকার আলী হায়দার মিয়ার কাছ থেকে তিন শতাংশের একটু বেশি জমি ক্রয় করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুর পরিবার। ওই জমিতে পরিবার নিয়ে সববাস করছিলেন তার পরিবার। জমিটি কেনার জন্য জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন একাধিকবার প্রস্তুাব দেন সাজুর কাছে। কিন্তু সাজুরা জমিটি বিক্রি করতে রাজি হননি। পরে বেশ কয়েক বার জমিটি দখলের চেষ্টা চালায় সৈয়দ হাদিসুর রহমান মিলন। বিষয়টি টের পেয়ে গত ১৯ অক্টোবর ঝালকাঠির সিনিয়র সহকারী জজ আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এনামুল হক সাজু। আদালতের নির্দেশ অমান্য করে সৈয়দ হাদিসুর রহমান মিলন লোকজন নিয়ে বৃগস্পতিবার দুপুরে হামলা চালিয়ে বসতঘরে হামলা চালায়। এ সময় বসতঘরের অধিকাংশ ভেঙে ফেলা হয়। খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ গেলে হামলাকারীরা চলে যায়।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুই পক্ষ বসে জমি মেপে দেখা যায় সৈয়দ মিলনের ক্রয় করা জমির মধ্যে ১৫ শহরাং¯্র সাজুদের দখলে আছে। সেই জমি আজ দখলে যায় তিনি। তবে হামলা ভাঙচুরের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। ভাঙচুরের ঘটনায় লিীখত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সৈয়দ হাদিসুর রহমান মিলন বলেন, তিনি বা তার কোন লোক কোথাও ভাংচুর করেননি। তার ক্রয় করা জমিতে তিনি স্থাপনা নির্মান করবেন, তাই কাজ করতে গিয়েছিলেন। এ সময় তারা বাধা দেওয়ায় পুলিশ এসে সবাইকে নিবৃত্ত করে।