শৈলকূপার ধলহরাচন্দ্র গ্রামে ধান উড়াতে গিয়ে ফ্যানের সুইস দিতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মিন্নি কুন্ডু (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছে। নিহত মিন্নী কুন্ডু নিলমনি কুন্ডুর স্ত্রী। পারিবারিক সুত্রেজানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মিন্নী কুন্ডু ধান উড়ানোর জন্য ফ্যানের সুইচপিলাগে দিতে গেলে বিদ্যুৎ এর তারে জড়িয়ে যেয়ে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের প্রতিবেশি পবন কুন্ডু জাানান ধান উড়ানোর ফ্যানের সুইস দিতে যেয়ে এই ঘটনা ঘটে সেখানেই সে মারা যায়। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল বলেন আপনার কাছ থেকেই শুনলাম ধলহরাচন্দ্র গ্রামে পল্লী বিদুৎ এর তারে জড়িয়ে মিন্নি কুন্ডু নামের একজন মহিলা মারা গেছে।