গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেলেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। জানা গেছে, গত বছরের ১২ই জুন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাননীয় তথ্য মন্ত্রী হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে না পারলেও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগমসহ গাইবান্ধা জেলা কমিটির নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে অতিথিবৃন্দ মিসেস আফরুজা বারীকে সভাপতি ও আশরাফুল আলম সরকার লেবুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করে দেয়। এ ছাড়া নেতৃবৃন্দ কমিটির সভাপতিকে ১ মাসের মধ্যে ২১ সদস্য নিয়ে আলোচনা করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিলেও সম্মেলন অনুষ্ঠিত হবার দেড় বছরেও সেই নিদের্শনা বাস্তবায়ন হয়নি। এতে করে সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক তৃর্ণমুল নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। এদিকে উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করলেও উপজেলা আওয়ামী লীগের মুল নের্তৃত্ব শুন্য হয়ে পড়ায় বিরোধী দল বিএনপি-জামায়াত বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে চেষ্টা চালিয়ে গেলেও আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীরা অনেকটা নিস্ক্রিয়। এনিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সাথে কথা হলে তিনি জানান, অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।