দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারো নৌকা মার্কায় ভোট চেয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর-গজারিয়া) নির্বাচনী এলাকার চর বাউশিয়া বড়কান্দি, মধ্যে বাউশিয়া ও বাউশিয়া সমিতি মার্কেটে গণসংযোগকালে তিনি প্রতিটা দোকানে দোকানে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন।এছাড়াও দেশনেত্রী শেখ হাসিনা যদি আমাকে এ আসনে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।
এ সময় তার সাথে ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন, বাউশিয়া ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের
সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান প্রধান, গজারিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ সরু, সাংগঠনিক সম্পাদক জিএস শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান
সহ বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।