বাংলাদেশ নির্বাচন কমিশন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্ততি শুরু করেছে। আশা করা যায় নভেম্বর মাসের যে কোনো সময় নির্বাচনী তফসীল ঘোষণা করা হবে। আগামী বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের একদফার দাবিতে বিএনিপসহ সমমনা দলগুলো রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। পক্ষান্তরে সরকারি দল আওয়ামী লীগ সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে বিএনপির আন্দোলনে পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে রয়েছে। সাথে সারা দেশে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, সাথে নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চাইছেন। দলীয় মননোয়ন প্রত্যাশী ব্যক্তিরা নিজেদের সমর্থনে নানা পোস্টার ফেস্টুন টাঙ্গিয়ে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। বিএনপি সরকার বিরোধী আন্দোলনের সাথে নির্বাচনে দলীয় প্রার্থী মননোয়নের বিষয়টি নিয়েও ভাবছে। আর সরকারি দল আওয়ামী লীগ নেতারা মননোয়নের ইঁদুর দৌড়ে ব্যস্ত রয়েছেন। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, উভয় দলেরই সারা দেশের সংসদীয় আসন-গুলোয় দলীয় বিভেদ, অনৈক্য প্রকট ভাবে দেখা যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে উভয় দলই কেন্দ্রীয় কর্মসূচি পালন করছে পৃথক পৃথক ভাবে। দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে কাক্সিক্ষত ফল পাওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্র বর্তমান সরকারের প্রতি আহবান অব্যাহত রেখেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য সরকার তাদের আহবান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র নির্বাচনে বাধাদল কারীদের জন্য ভিসা নীতি ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক পর্যবেক্ষক দল বাংলাদেশ ঘুরে গিয়ে জানিয়েছে, আর্থিক কারণে তাদের পক্ষে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষক পাঠানো সম্ভব নয়। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রাক পর্যবেক্ষণ দল বাংলাদেশ পরিদর্শন করেছে। তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন এখনও পাওয়া যায় নি। পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়ার পরে জানা যাবে তাদের নির্বাচন পর্যবেক্ষক দল আসবে কি না? প্রতিদ্বন্ধী দু’ দল আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য সবাই অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ ও অংশ গ্রহনমুলক নির্বাচন চান। কিন্তু বাস্তবতা হচ্ছে, উভয় দলের কেউই আলোচনার টেবিলে বসে মীমাংসার পথ খুঁজছেন না। অথচ গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। তারা সে কথা ভুলে রাজপথে মীমাংসার কথা বলছেন। এতে সহিংসতার সম্ভাবনা দেখা যাচ্ছে। সাথে বিদেশীদের নানা চাপ বাড়ছে। এটা কারো জন্যই কল্যাণকর নয়। দশম ও একাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা প্রশ্ন উত্থাপিত হওয়ার কারণে এখন কেউ আর কারো ওপর বিশ্বাস রাখতে পারছেন না। তারপরও আমরা চাই জনগণের শান্তির জন্য তারা এক টেবিলে বসে শান্তিপূর্ণ সমাধান খুঁজবেন। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতা অর্ধশতাব্দির পরও আমরা নির্বাচন অনুষ্ঠানের গ্রহণযোগ্য পথ আবিষ্কার ব্যর্থ হয়েছে। রাজনীতিবিদদের এ ব্যর্থতা যে জনজীবনে আতঙ্ক তৈরি করছে, তা কেউ ভাবছি না।