এডিস মশা-বাহিত ডেঙ্গু আক্রান্তের মাত্রা যেন বেড়েই চলেছে, চলতি বছর এখন পর্যন্ত ১২০০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আর শুধু মাত্র সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ৩৯৬ জন। এ পর্যন্ত কোনো বছরেই কোনো মাসে এত মানুষ ডেঙ্গুতে মারা যায় নি। এর আগের রেকর্ড হয়েছিল গত মাসে। তখন ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৪২ জনের। এখন শুধু ঢাকাতেই নয় ডেঙ্গু ছড়িয়েছে সারা দেশে। গত ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দু’ হাজার ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫১ জন এবং ঢাকার বাইরে হাসপাতালগুলোর এক হাজার ৬৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ৮৩ হাজার ২২২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২০ হাজার ১৮৪ জন রয়েছেন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর ২০১১ সালে। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জন। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মারা যান ১০৫ জন। আগে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুধু ঢাকায় দেখা গেলেও এবার সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। গত জুলাই মাসের শেষ দিকে ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেশি হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। পরিসংখ্যান বলছে এ হার ঢাকার চেয়ে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। এবার ডেঙ্গু বাড়তে পারে বলে বছরের শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের করা লার্ভা বা শূককীট জরিপে আশঙ্কা করা হয়েছিল। অন্যদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন জরিপেও একই ফল পাওয়া যায়। দু’ মেয়র কথার ফুলঝুরি আওড়িয়ে নগর বাসীকে আশ্বস্থ্য করলেও বাস্তবতা বলছে মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণ হয়নি। ফলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। মরছে আক্রান্ত ব্যক্তিরা। এবার ডেঙ্গু দ্বির্ঘায়িত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য-বিদরা। কারণ এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এবং জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিচ্ছে। কাজেই এখন আর কথার ফুলঝুরি নয়, কার্যকর উদ্যেগ প্রয়োজন। শুধু সিটি করপোরেশন বা সরকারি উদ্যেগ নয়। প্রয়োজন জনসচেতনতা। নিজ নিজ বসবাসের আশেপাশের জমে থাকা পানি সরিয়ে মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আর সিটি কর্পোরেশনের উচিত জনগণের সেই উদ্যোগে ওষুধ পত্র দিয়ে সহযোগিতা করা নইলে ডেঙ্গু কাউকে রেহাই দিবে না। এ রোগ মহামারি আকার ধারণ করতে পারে।