রংপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ও ইউনিসেফ’র যৌথ উদ্যোগে ইমাম ও শিক্ষকগণের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর ) সকাল ১১ টায় ইফার বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে রিসোর্স পারসন ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ আখতারুজ্জামান শুভ, রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিন সন্ধি। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপকারিতা ও তাৎপর্যসহ বিভিন্ন দিক নিয়ে রিসোর্স পাররসনসহ অন্যান্য অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।