গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর বজরা কঞ্চিবাড়ি মন্দিরের ভিত্তি স্থাপন ও হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূগা পুজার ১৪৩টি মন্দির-মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ ছাড়া গত শনিবরার সকাল ১০ টা হতে রাত ১১টা পর্যন্ত এবং রোববার দিন ব্যাপী উপজেলার শ্রীপুর, চন্ডিপুর, বেলকা, কঞ্চিবাড়ি, শান্তিরাম, ছাপড়হাটী, ধোপাডাঙ্গা, সর্বানন্দ, বামনডাঙ্গা ও পৌরসভার বিভিন্ন মন্দির-মন্ডপে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এরই এক পর্যায় কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর বজরা কঞ্চিবাড়ি মন্দিরের ভিত্তি স্থাপন করেন তিনি। পরে শান্তিরাম ইউনিয়নের কালিতলা কেন্দ্রিয় মন্দিরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শরিফুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক মশিউর রহমান পলাশ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান আকন্দ, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন, দুলু খন্দকার, জাপানেতা মুন্সি আমিনুল ইসলাম সাজু, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সহসভাপতি মোসলীম মিয়াজী, এমপির ব্যক্তিগত সহকারি নূর মোহাম্মদ রাফি প্রমুখ।