 
		
	রূপসায় বিদ্যুৎ স্পৃষ্টে মো. জাবের আলী মোল্লা (৩৫) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়। এর আগে ১৮ সালের দিকে ওই জাবের আলী মোল্লার ছোট ভাই জোবায়ের মোল্লারও একইভাবে বিদ্যুৎতের সর্ট সার্কিট হয়ে মৃত্যু হয়। জাবের আলী উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারী গ্রামের মো. আব্বাছ আলী মোল্লার বড় ছেলে। এ ব্যাপারে রূপসা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাবের মোল্লা নিজস্ব মৎস্য ঘেরের পাড়ে রোপন কৃত টমেটো গাছে সেচ দেওয়ার সময় অসাবধানতার কারণে লীক থাকা বিদ্যুৎতের তারের সাথে সংযোগ হওয়ায় শর্টসার্কিট হয়ে সে পানিতে পড়ে যায়। বাড়িতে অটোমেটিক মিটার থাকার কারণে লোডশেডিং হলে বাড়ীর লোকজন বুঝতে পারে বিদ্যুৎতের শর্টসার্কিট হয়েছে। তাৎক্ষনিক তারা জাবেরকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্য়ায় জাবের কে অচেতন অবস্থায় ওই ঘটনাস্থল পানির মধ্যে দেখতে পেয়ে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বর্তমানে নিহত জাবের আলী মোল্লার বাড়িতে শোকের মাতুম চলছে।