যুব সমাজ আজ ধ্বংসের পথে। এর অন্যতম কারণ হলো মোবাইল ফোনের অপব্যবহার। আধুনিকতার এ যুগে সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি অতিমাত্রায় লক্ষ্যণীয়। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাবার আগে এখন যেন স্মার্টফোনই একমাত্র সঙ্গী। মোবাইলে গেইম, ইন্টারনেট ব্রাউজিং, গান, ভিডিও দেখা ইত্যাদি কাজের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এ নেশার আসক্তির কারণে কিশোর-কিশোরীরা লেখাপড়ার নাম করে দারুণভাবে ঝুঁকে পড়েছে মোবাইলের বিভিন্ন অ্যাপসভিত্তিক গেমস, পর্নোগ্রাফি ভিডিও, পাবজি, ফ্রি-ফায়ারের মতো মরণঘাতি গেমসের নেশাসহ ইউটিউব, লাইকি, ফেসবুক, টুইটারসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি। প্রায় একযুগ আগেও শিশুরা বেড়ে উঠত নানা ধরনের কবিতা, গল্প এবং গানের মাধ্যমে। মা তার সন্তানকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতো। কিন্তু আজ আর সেই সংস্কৃতি দেখতে পাওয়া যায় না। বর্তমান সময়ে অধিকাংশ শিশুরা বেড়ে উঠছে মোবাইলের সঙ্গে সক্ষমতার মাধ্যমে। তবে এ যন্ত্রের যেমন প্রয়োজনীয়তা রয়েছে অনেক, তেমনি ক্ষতির দিকটিও কম নয়। এর অপব্যবহার নীরবে দিন দিন আমাদের পঙ্গু করে দিচ্ছে। এই আসক্তি থেকে সহজে ফিরে আসা সম্ভব নয়। মোবাইলের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতা নষ্ট করছে। এজন্য শিশুদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হয়। মোবাইল বা ট্যাবের দিকে দৃষ্টি দিয়ে র্দীর্ঘ সময় বসে থাকার ফলে শিশুদের স্থূলতা বেড়ে যাচ্ছে। শিশুরা সামাজিকভাবে বেড়ে উঠতে পারছে না। শিশুর এভাবে বেড়ে ওঠা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। যা অভিভাবক তথা সমাজের জন্য বিরাট বড় চিন্তার কারণ হয়ে যাচ্ছে। প্রায় দেখা যায় তরুণ-তরুণীরা কানে ইয়ারফোন ব্যবহার করে গান শুনতে শুনতে পথ চলতে থাকেন। যার দরুন তাদের মনোযোগ অন্যদিকে থাকে। এ কারণে আমাদের দেশে ইতোমধ্যে অনেক দুর্ঘটনার সংবাদ আমরা দেখেছি। শিশুদের মোবাইল আসক্তি থেকে মুক্ত করার এখনি সময় তাদেরকে মোবাইল থেকে দূরে রাখা। এজন্য পিতামাতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পিতামাতাসহ পরিবারের সকলকে সচেতন হতে হবে এবং আমাদের উচিত মোবাইল আসক্তির ভয়াবহতা উপলব্ধি করে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকরি ব্যবস্থা গ্রহণের। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে।