বাগেরহাটের শরণখোলায় স্কাউটিং র্কাযক্রম গতিশীল এবং সৃষ্টিশীল সক্ষম ও আলোকিত মানুষ তৈরি করতে শরণখোলা আইডিয়াল ইন্সষ্টিটিউটের আয়োজনে বাৎসরকি ডে ক্যাপ ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। বৃহস্পতিবার সকালে ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করনে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও শরণখোলা উপজেলা স্কাউটের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম শামিম। উডব্যাজার রজব আলির পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা আইডিয়াল ইন্সষ্টিটিউটের অধ্যক্ষ উসমান গনি, জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, জেলা স্কাউটসের কাব লিডার মোঃ সোহরাব হোসেন, শরণখোলা উপজেলা স্কাউটস কমিশনার মোঃ সরওয়ার আলম, সম্পাদক বদিউজ্জামান বাদল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম ওয়াদুদ আকন প্রমুখ। শরণখোলা উপজলো নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, স্কাউটিং এর মাধ্যমে পড়বো শিখবো স্মার্ট বাংলাদেশ গড়বো। নিজের কাজ নিজে করবো এবং প্রতিদিন কারও না কারও উপকার করাবো। পরে তিনি ঘুরে ঘুরে স্কাউটিং ক্যাম্প পরিদর্শণ করেন এবং তাদের কার্যক্রম দেখে ধন্যবাদ জানান। শরণখোলা আইডিয়াল ইন্সষ্টিটিউটের অধ্যক্ষ উসমান গনি বলেন, আমাদের শিক্ষার্থীরা নিজের কাজ নিজে করতে পারে, বাবা মায়ের কাছে বিরক্তির বোঝা না হয়। সৃষ্টিশীল সক্ষম এবং আলোকিত মানুষ হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায় যেন কাঙ্খিত সেবা দিতে পারে এ লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।