রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে হত্যাকাণ্ডের শিকার শ্রমিক লীগ নেতা আজিজ মহাজনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত ও সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
বুধবার বিকালে নিহত আজিজ মহাজনের কোনাগ্রামের বাড়িতে সংসদ সদস্য এসে তার পরিবারের সাথে কথা বলেন৷ তার সন্তানদের পড়ালেখার দায়িত্বভার গ্রহণ করেন। পাশাপাশি তিনি পারিবারিক যেকোন সমস্যা নিয়ে সরাসরি কথার বলার জন্য বলেন।
তিনি স্থানীয়দের উদ্দেশ্য বলেন, গড়াই পাড়ের জমি নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। এটা সরকারি জমি, সরকার সিদ্ধান্ত নেবেন যে এই জমির কি হবে। আগেও এই চরকে কেন্দ্র করে এইসকল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিলো। আমরা আর এমন পরিস্থিতি চাই না।
এমপি জিল্লুল হাকিম আরও বলেন, এইসব ঘটনাকে কেন্দ্র করে যেন কোন প্রকার লুটপাটের ঘটনা না ঘটে। এখানে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা রয়েছেন। যদি লুটপাট কেউ করার চেষ্টা করে তাহলে সে যেই হোক না কেন আইনের আওতায় তাকে আসতেই হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা হতে নিজ বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে কোনাগ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩২-৩৩ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, ছেনদা, লোহার রড ও বাশের লাঠি ইত্যাদি) নিয়ে হত্যার উদ্দেশ্যে আজিজ মহাজনের উপর অতর্কিত আক্রমণ করে। হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ অক্টোবর নিহতের বড় ভাই আবদুর রহমান মহাজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপরে একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করে র্যাব ১০। গ্রেপ্তারকৃতরা হলেন, কোনাগ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে শাহাদাত মন্ডল ও তার দুই ছেলে মোঃ রাফি মন্ডল (৩২), মোঃ মেহেদী হাসান দিপু (৩০) কে আটক করে।