খুলনার পাইকগাছায় বোয়ালিয়া সরকারি বীজ উৎপাদন খামার (বিএডিসি) কর্তৃপক্ষ চলতি বছর বোরো ও আউস ধান চাষ ও বীজ উৎপাদনে শঙ্কায় পড়েছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি আর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ৮/১০ দিনের ভারী ও মাঝারী বৃষ্টিতে তলিয়ে যায় খামারের আমনের আবাদ। দমকা হাওয়ায় জমে থাকা পানিতে একাকার হয় প্রায় ৮-১০একর জমির পাকা আমন ধান। ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনাবরত বৃষ্টির কারণে পোকা দমনে স্প্রে ব্যবহার করারও সুযোগ না পাওয়ায় এবছর আমনের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট শঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬০ একর অর্থাৎ ১৮০ বিঘা জমিতে আমনের আবাদ করা হয়েছিল। এর মধ্যে ব্রি-ধান-৩০ জাতের ৩৪ একর, ব্রি-ধান-৭৩ জাতের ৪একর, ব্রি-ধান ৭৮ জাতের ৪একর এবং বিআর ২৩ জাতের ধান ১৮একর জমিতে আবাদ করা হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চল হওয়ায় বরাবরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বীজ উৎপাদন করতে হয়। সর্বোপরি লবণ পানির এলাকা হওয়ায় ফসল উৎপাদনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারপরও রোপা আমনের ফলন খুব ভালো হয়েছিল। এ বছর ৬০একর আমন আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ৯০ টন বীজ ধানের। নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ধান উত্তোলনসহ বীজ ধান তৈরীর কাজ সম্পন্ন হয়ে যেত। তবে পথিমধ্যে একটানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে প্রায় ৮/১০একর আমন আবাদের ভিষণ ক্ষতি হয়েছে, এর মধ্যে ৭৮ জাতের প্রায় ৩একর জমির ধানের ফুল ঝরে পড়ে ধানের শীষে কালো স্পট পড়েছে। ৭০ জাতের প্রায় ১একর জমির জমির পরিপক্ক ধান ও ২৩ জাতের কেবল ফুল ফুটতে শুরু করেছিলো প্রায় ৪একর জমির ধান পানিতে নিমজ্জিত হয়। এদিকে বৈরী আবহাওয়ার পাশাপাশি পাতা মোড়ানো পোকা, মাজড়া পোকা ও বাদামী ঘাষ ফড়িংয়ের অত্যাচারও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব পোকা দমনে ঠিকমত স্প্রে করতেও পারেনি অবিরত বৃষ্টির কারণে। খামারের পরিচালক আরো বলেন, ধানের ফুল ঝরে যাওয়ায় পরাগায়ন বিঘিœত হয় এবং পরাগায়ন বিঘিœত ও ধান পুষ্ট না হওয়ায় ধান চিটা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে চলতি রোপা আমন ধানের ফলনে ফাস লাগার আশঙ্কা রয়েছে। তার পরও ক্ষতি কমিয়ে আনতে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন করে নিয়মিতভাবে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করা হচ্ছে। পানিতে সার ধুয়ে যাওয়ায় অতিরিক্ত সার ব্যবহারসহ সার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখা হয়েছে আমনের আবাদ।