শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” শ্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালী পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমী, উপজেলা প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, ওসি মোঃ আবু বকর মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনি প্রমুখ।
এছাড়া কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, সহকারি শিক্ষক মনির হোসেন, মাসুদ, ওসমান, জাকারিয়া, মহিউদ্দিন, বাবুল, কুলসুম প্রমূখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম।