শরণখোলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর ইভল্ভ প্রকল্প কর্তৃক “সিএসও নেটওয়ার্ক সদস্যদের এডভোকেসী ও গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৪টি ইউনিয়নের সুশীল সমাজ, উন্নয়ন কর্মী, সাংবাদিক, সমাজসেবক ও নারী কর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গলবার দিনভর অগ্রদুত ফাউন্ডেশনের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা হেলভেটাস এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহরিয়ার, সিএনআরএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এম. আরাফাত হোসেন ও ফিল্ড অফিসার মোঃ আজাহার হোসেন। প্রশিক্ষনে মতামত ব্যক্ত করেন শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হোসেন ও সাংবাদিক সাবেরা ঝর্না প্রমূখ। ইভল্ভ প্রকল্পটি সুবিধা বঞ্চিত মানুষের কন্ঠস্বর বৃদ্ধি ও তাদের ক্ষমতায়নে সিএনআরএস বাস্তবায়ন করছে।