‘কৃষিই সমৃদ্ধি, পানি জীবন পানিই খাদ্য, কেউ থাকবেনা পিছিয়ে’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে বিশ^ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. আবদুল মালেক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন প্রমুখ।