মুন্সীগঞ্জের জেলার লৌহজং উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। "আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত" এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে র্যালী বের করা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার প্রশিক্ষন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, সহকারী প্রোগ্রামার তৌফিক বিন বারী, আনসার ও ভিডিপি কর্মকর্তা সঞ্জয় ঘোষ মিটু, অ্যাকাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান, দারিদ্র্য বিমোচক কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিন, পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা খাতুন, স্যানেটরী ইন্সপেক্টর নাজমুল হাসান প্রমুখ।