নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করলেন র্যাব- ১৩ রংপুর এর কমান্ডার আরাফাত ইসলাম। ১৫ অক্টোবর রোববার তিনি হঠাৎ করে সৈয়দপুর পুজামন্ডপ পরিদর্শনে আসেন। এ সময় তিনি সৈয়দপুর কেন্দ্রীয় পুজামন্ডপ,মিস্ত্রী পাড়া পুজামন্ডপ,বোতলাগাড়ী চান্দিয়ার ডাংগা পুজামন্ডপসহ বেশ কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন করেন। পুজামন্ডপগুলো পরিদর্শন কালে তিনি বলেন, নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করেন। কোন ধরনের ভীতির কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। পুজা উপলক্ষে আইন শৃংখলার দায়িত্ব পালন করবে পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি র্যাব। এ সময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজ কুমার পোদ্দার,সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টুসহ অনেকে। এবার সৈয়দপুর উপজেলায় ৮২ টি পুজামন্ডপ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সৈয়দপুর পৌরসভা এলাকায় ১৭টি। গত বছর ছিল ১৫টি। সৈয়দপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজ কুমার পোদ্দার বলেন,আমরা সরকারী নির্দেশনা অনুযায়ী পুজার যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি।