বগুড়ার সারিয়াকান্দিতে গরুর ৪ টি বাছুর মারা গেছে। শনিবার দিবাগত রাতে ২ টি মারা যায় বাকি ২ টি মারা যায় রোববার বিকালে। উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইদুল হান্নানের খামারে এ ঘটনা ঘটে। সাইদুল হান্নান হাটশেরপুর ইউপির প্যানেল চেয়্যারম্যান। অধিক লাভের আশায় দোকানদার অন্য ওষুধ দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
স্হানীয়রা জানিয়েছেন, ওই সাইদুল হান্নানের খামারে ৪ টি গাভী প্রসব করে। তিনদিন আগে পিছে এ গাভীগুলোর বাছুর হয়। বাছুর চারটির মধ্য ২ টার বয়স ৩৫ দিন, আর ২ টার বয়স ৩৮ দিন। এ বাছুর গুলোর মধ্যে ৩ টি বকনা ও ১ টি ষাড় বাছুর। বাছুর গুলোর কৃমিজনিত রোগ দেখা দিলে উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ্ পরামর্শে নিউট্রাক্স ভেট খাওয়ানোর কথা লিখে দেন। সারিয়াকান্দি সদরের পাবলিক লাইব্রেরির সামনে নবীরুল গবাদিপশুর ওষুধের দোকান থেকে ওষুধটি কেনেন সাইদুল হান্নান। কিন্তু দোকানী অধিক লাভের আশায় অন্য গ্রুপের ওষুধ দেন। পরে ওইসব বাছুর গুলোকে ওষুধটি খাওয়ালে শনিবার দিবাগত রাতে বাছুর গুলো অসুস্হ হয়ে পরে। একপর্যায়ে ২ টি বাছুর মারা যায়, বাকি ২ টাকে মুমূর্ষু অবস্হায় উপজেলা প্রানীসম্পদ হাসপাতালে আনা হয়, পরে এ ২ টি বাছুর মারা যায়।
এব্যাপারে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ শাহ্আলম বলেন, প্রেসক্রিপশন অনুযায়ী দোকানী ওষুধ না দিয়ে সে অধিক লাভের আশায় অন্য ওষুধ দিয়েছেন। যা বাছুরে জন্য মারাত্মক। ফলে এ ঘটনা ঘটেছে। আমি উপজেলা প্রশাসনকে ব্যবস্হা গ্রহনের জন্য অনুরোধ করেছি।