নীলফামারীর সৈয়দপুর আধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজা। পাশে এর আরো একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে সৈয়দপুর এস আর প্লাজা। বর্তমানে এ প্লাজা দুটিতে কয়েক শতাধিক বিভিন্ন ব্যবসা করে আসছেন। এ মার্কেট দুটির মালিক হলেন ঢাকার এস আর ট্রেডিং এর সত্বাধিকারী আলহাজ¦ শামসুল হক ভুঁইয়া। তিনি এটি দেখাশোনার জন্য প্রকল্প ডিরেক্টর হিসাবে রেখেছেন আলহাজ¦ গুলজার আহমেদকে। মুলত তিনিই এটির স্থানীয় কর্মকর্তা। মার্কেটের দোকানগুলো বিক্রি করা হয়ে থাকে স্কোয়ার ফিট হিসেবে। কোন কোন ব্যবসায়ি মার্কেট মালিকের কাছ থেকে দোকান ক্রয় করেন আবার কোন কোন ব্যবসায়ি মালিকের কাছ থেকে ভাড়ায় নিয়ে ব্যবসা করে আসছেন। এ দুই মার্কেটে রয়েছে দুইটি সৌচাগার। বর্তমানে সৌচাগার দুইটির বেহাল অবস্থা। সৌচাগারের চারপাশ খোলা। কোন প্রাচীর ঘেরা নেই। ময়লা আর্বজনার স্তুপ সৌচাগারের চারপাশ। ময়লা ও খোলা সৌচাগারের মলমুত্রের দুর্গন্ধ আশপাশের ব্যবসায়িরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে তারা প্লাজার প্রকল্প ডিরেক্টরকে বিষয়টি অবহিত করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। ওই শৌচাগারের এক পাশে মুকুলের ল্যাব অন্যপাশে চেকআপ নামে আর একটি ল্যাব। এ ল্যাব দুটিতে রংপুর ও ঢাকা থেকে নামকরা ডাক্তারগণ আসেন। আর এখানে চিকিৎসা সেবা নিতে সৈয়দপুরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে আসেন শত শত রোগি। খোলা পায়খানার দুর্গন্ধে রোগিরা আরো অসুস্থ হয়ে পড়ে থাকেন। এ বিষয়ে প্লাজায় কেনাকাটা করতে আসা দিনাজপুরের হাবিবুর রহমান ও রানীরবন্দরের শফিকুল ইসলাম বলেন, সৌচাগারের দুর্গন্ধে আমরা নাক চেপে ধরে ওইদিক থেকে অন্যদিকে এসেছি। এখানের ব্যবসায়িরা কিভাবে বসে থাকেন দোকানে। প্লাজার ব্যবসায়ি মুকুল, রওশন, রতন জানান, সৌচাগারের বেহাল দশা। মালিক পক্ষ এটি ঠিক করেন না। তিনি বিষয়টি জেনেও না জানার ভান করে সময় পার করছেন। এখানের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা এটি সংস্কার করার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে প্লাজার প্রকল্প ডিরেক্টর গুলজার আহমেদ বলেন, সময় মত এটি ঠিক করা হবে।