আসন্ন জাতীয় সংসদের ১২তম নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও এলাকায় জন সমর্থনে এগিয়ে রয়েছেন বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। নীলফামারী -১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত এ এলাকা এক সময়ে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিনত ছিলো। ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকারের যোগ্য নেতৃত্বের কারণে আসনটি আওয়ামী লীগের ঘাটিতে পরিনত হয়েছে। ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে ৮০ হাজার ৪৩০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। এবং ২০১৮ সালে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে ১লাখ ৮৮হাজার ৭৮৪ ভোট পেয়ে ২য় বারের মত নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। সংসদ সদস্য নির্বাচিত হবার পর অবহেলিত নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের বাস্তব চিত্র পাল্টে দুটি উপজেলার রাস্তা ঘাট পুল কালবার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির স্বাস্থ্য সেবার ব্যাপক উন্নয়ন অব্যাহত রেখে আমূল পরিবর্তন এনেছেন তিনি। উপজেলার প্রতিটি ওয়ার্ড মহল্লায় সভা সেমিনার করেন মাদক বাল্য বিবাহ জঙ্গি ও সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষনা করেন তিনি। মাদক ব্যবসা ও মাদক সেবন না করার জন্য শপথ করান মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের। বিভিন্ন নিতিবাচক কাজ করে এলাকার সাধারন ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ডোমার-ডিমলা আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও সাধারন ভোটার ও তৃসমূলের নেতা কর্মিরা তাদের সমর্থন দিচ্ছেন আফতাব উদ্দিন সরকারের পক্ষে। ডিমলা উপজেলার ব্যবসায়ী নুর আলম,সিরাজুল ইসলাম,আকবর আলী,ভ্যান চালক ইব্রাহিম আলী,সুলতান আলী,শ্রমিক হরি কুমার, দিলিপ কুমার, আইয়ুব আলী, বাদশা মিয়া, শিক্ষক নারায়ন চন্দ্র রায়, ডোমার উপজেলার ব্যবসায়ী জাবেদ জামাল, সুলতান মাহমুদ, হারুন মিয়া, শ্রমিক মিন্টু মিয়া, জাকির হোসেন, ভ্যান চালক দুলাল মিয়া, হযরত আলী, আবুল কাশেম, শিক্ষক তরনী কান্ত, আবদুল মালেক বলেন, আফতাব উদ্দিন সরকারের আগে (ডোমার-ডিমলা) আসনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের দ্বারা এলাকার উন্নয়নতো দূরের কথা এমপি হওয়ার পর এলাকায় তাদের দেখাও মেলেনি তারা ছিলেন জনগণ হতে বিচ্ছিন্ন। আফতাব উদ্দিন সরকার এমপি হওয়ার পর হতে জনগণের সাথে তার সম্পৃক্ততা রয়েছে, তিনি এলাকার যথেষ্ট উন্নয়ন করেছেন, আমরা প্রাকৃতিক দূর্যোগসহ সকল বিষয়ে তাকে যথা সময়ে কাছে পেয়েছি। আমরা চাই (ডোমার-ডিমলা) আসনে তিনিই আবার আওয়ামী লীগের মনোনয়ন পাক। নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে এলাকায় তাদের কোন অবস্থান নেই, তাদের আগে কখনো এলাকায় দেখা যায়নি, তারা কেই কখনো ডোমার-ডিমলার মানুষের উপকারে আসেনি, তাই তাদের পক্ষে আমাদের কোন সমর্থন নেই। আফতাব উদ্দিন সরকারকে আমরা ডোমার-ডিমলার মানুষ সুখে দুঃখে কাছে পেয়েছি। আফতাব উদ্দিন সরকারের যোগ্য নেতৃত্বে ডোমার-ডিমলার চিত্র বদলে গেছে, দলে কোন প্রকার দ্বিধা বিভক্তি নেই। এবং ডোমার-ডিমলার উন্নয়নে আফতাবের কোন বিকল্প নেই। আমরা সকলেই আবার ডোমার-ডিমলার উন্নয়নে নৌকার মাঝি হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আফতাব উদ্দিন সরকারকে দেখতে চাই। নীলফামারী-১ জাতীয় সংসদের ১২ তম আসন এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন প্রথম,পঞ্চম,অষ্টম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকি মহাজোটের প্রার্থী হয়ে ১,৭৯,৬৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে প্রাপ্ত ভোট তিনি পেয়েছিলেন মহাজোটের প্রার্থী হিসেবে। যেখানে আওয়ামী লীগের ভোট সংখ্যা ছিলো বেশি। তার নিকট তম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপি’র রফিকুল ইসলাম, তিনি পেয়েছেন ৬৭,১৯০ ভোট। ১০ম জাতীয সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার ৮০,৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন ১৫,৮৪৮ভোট। এবং ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে মোট ১৩৭টি ভোট কেন্দ্রে ১লাখ ৮৮হাজার ৭৮৪ ভোট পেয়ে ২য় বারের মত নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএপি’র ধানের শীষ প্রতিকের ডঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৮৮ হাজার ৭৯০ ভোট। উল্লেখ্য, উচ্চমাধ্যমিকপরীক্ষায় পাশ করে আফতাব উদ্দিন সরকার ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৮-১৯৬৯ সালে তৎকালীন নীলফামারী মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়ে কৃতিত্বের সঙ্গে পালন করেন। ১৯৭১ সালে তিনি সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডিমলা উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সে সময় বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ভারতের হাফলং মিলিটারী ট্রেনিং ক্যাম্পে মুজিব বাহিনীর সদস্য হিসেবে সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ইউনিয়ন পরিষদ পদ্ধতি চালু হবার পর তিনি ডিমলা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৭৩-১৯৮৩ সাল পয্যন্ত পরপর দুবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫-১৯৯০ সাল এবং ২০০৯- ২০১৪ সাল পর্যন্ত তিনি ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে দুই দুইবার কাউন্সিলের মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নের নেতা কর্মিদের সমর্থন নিয়ে ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কোন প্রকার দ্বিধা বিভক্তি ছাড়াই। বর্তমানে ডিমলা উপজেলায় দলকে শক্তিশালী ও আওয়ামী লীগের দূর্গে পরিনত করেছেন এই নেতা।