নওগাঁর মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, চেরাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবনাথ মিশ্র, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবু, যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, আনোয়ার হোসেন শিবলু, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
এ সম্মেলনে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের সর্বসম্মতিতে রুবেল হোসেনকে সভাপতি এবং সুরুজ মাহবুবকে সাধারণ সম্পাদক করে চেরাগপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়।