আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীনগর থানায় মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ৮৪টি পুজা মন্ডপে অনুষ্ঠিত পুজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভায় আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন সরকার। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি (তদন্ত) ওহায়েদ পারভেজ, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি স্বপন রায় সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ।