মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ০৫ জেলে আটক হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে আটক জেলেদের কারাদণ্ড না দিয়ে ৮ হাজার টাকা মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। এ লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিস পৃথকভাবে অভিযান পরিচালনা করছি। অভিযানে শুক্রবার (১৩ অক্টোবর)সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেঘনা নদীর গজারিয়া অংশের বিভিন্ন এলাকা থেকে পাঁচজন জেলেকে আটক করি। তবে সার্বিক দিক বিবেচনা করে তাদের জেল হাজতে না পাঠিয়ে ৮হাজার টাকা মুচলেকায় কাছে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৪৫ কেজি ইলিশ মাছ এবং দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে এবং কারেন্ট জালগুলো পুড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।