পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে এ বছর ৬১টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুজানগর পৌর সভায় ১৩টি, ভায়না ইউনিয়নে ৩টি, সাতবাড়ীয়া ইউনিয়নে ৮টি, হাটখালী ইউনিয়নে ৯টি, নাজিরগঞ্জ ইউনিয়নে ১৩টি, সাগরকান্দী ইউনিয়নে ৭টি, রাণীনগর ইউনিয়নে ১টি, আহম্মদপুর ইউনিয়নে ৪টি ও দুলাই ইউনিয়নে ৩টি মন্ডপে এই পূজার আয়োজন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো জানান, ওই সকল মন্ডপে প্রতিমা তৈরীসহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আগামী ৩/৪দিনের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেজন্য পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আনসার সদস্যদের পাশা-পাশি প্রয়োজনে পুলিশ মোতায়েন করা হবে।