মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষে মতবিনিময় সভা সভা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন (বিপিএএ)। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম তৌফিক মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সভায় আরও বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা সুধীজনের প্রতিনিধি অলক কুমার মিত্র, বিআরডিবির চেয়ারম্যান মো. মনির মাষ্টার, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. জহির ফকির প্রমুখ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারন সম্পাদক মো. শওকত হোসেন এবং মৎস্য ব্যবসায়ী জেলে সম্প্রদায়ের লোকজন কোস্টগার্ড ও নৌপুলিশের কর্মকর্তাবৃন্দ। সভায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত জাতীয় মাছ ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান চলাকালে পদ্মা নদীতে পর্যায়ক্রমে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড সার্বক্ষণিক পাহারা দিবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।