বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্না, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহিন, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার রায়, সাধারন সম্পাদক অলিপ সাহা কালা, চিতলমারী পল্লীবিদ্যুতের ডি, জি, এম, মোঃ শহিদুল ইসলাম, চিতলমারী অগ্নি নির্বাপক কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারন সম্পাদক এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।