হার্ট ছিদ্র ও হার্নিয়া আক্রান্ত সাজিদ বিশ্বাস (১৪), জন্মের পর থেকে সাজিদ এর হার্টে ছিদ্র ও হার্নিয়া আক্রান্ত হয়ে এই ১৪ বছর যাবত ভুগছেন। এখন আগের থেকে গুরুতর অবস্থা। তার বাবা একজন পেপার বিক্রেতা (হকার) অতি দরিদ্র মানুষ তার উপর ব্রেন স্ট্রোকের রোগী। কিন্তু ছেলের এই অবস্থা দেখে পিতার আর কষ্টের সীমা নেই। এখন তার ছেলের অবস্থা খুবই গুরুতর, তার ছেলেকে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন তাই, বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করছেন তার পিতা। পিতার সামনে কোন সন্তানের এই অবস্থা থাকলে তার মনের পরিস্থিতি কি হয় ? বর্তমান খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র গোস্বামী এর চিকিৎসাধীন রয়েছেন। তাই তার পিতা জাকারিয়া বিশ্বাস আপনাদের সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা রূপালী ব্যাংক অ্যাকাউন্ট নং- ২৯১৫০১০০১৪৬৯২ মোল্লাহাট শাখা, বাগেরহাট। বিকাশ ও নগদ নম্বর ০১৯১৯০৬১৪৫০